Saturday, 15 October 2005

জীবজন্তুর দুরবস্থাঃ এক

জীবজন্তুর দুরবস্থাঃ দুই

বিড়ালের কুড়ালের মোক্ষম ঘায়ে
সিঁদুরের দাগ পড়ে ইঁদুরের গায়ে

জিরাফের সিরাপের মিক্সচার  গিলে
খ্যাক খ্যাক করে হাঁসে সাদা গাংচিলে

কুকুরের মুগুরের এত বেশী ভার
শেয়ালের চোয়ালে জাগে ফ্র্যাক্‌চার

ইলিশের নালিশের পরিপ্রেক্ষিত
কাচকির হেঁচকির গণসংগীত

এতসব দেখে শুনে ভালুক সাহেব
বর্ডার ক্রস করে হলে গায়েব

No comments:

Post a Comment