Thursday 19 August 2010

পার্টি, পার্টি!

পার্টি, পার্টি!

ভরে গেছে ঘর বোকায়
কেউ উঁচা, কেউ খর্বকায়


কারও মুখে মন্ডা-মিঠে,
কারও নাকে নস্যি,
কেউ বা বলেন কথার পিঠে
‘অবশ্যি, অবশ্যি’


কেউবা বেজায় অকর্মন্য
কেউবা গ্যাঁজায় মোবাইলে
কেউবা চেঁচায় হয়ে হন্য
‘তুমি হামায় ডোবাইলে’


এদের মধ্যে পরিপাটি
সুত্রাপুরের অর্ঘ্য সেন,
মুখে মাখেন খড়িমাটি
মাথায় দুধের সর ঘষেন ।

1 comment:

  1. Just awesome, Sujon!!! And funny!
    Keep it up. Your eldest must understand Bangla right? He will love it.

    -Lopa

    ReplyDelete