Saturday 26 June 2010

সঙ্গীত-প্রতিভা

সঙ্গীত-প্রতিভা

শুনতে পেলে গান মোর ওগো
চেঁচিয়ে কাঁদে বন-মোরগও।

ভরলে ভুবন বাঁশীর সুরে
গিট্টু লাগে হাতীর শুঁড়ে।

সুর সাধিলে তানপুরায়
বধির বলেন ‘কান পুড়ায়’।


এমন আমার গানের মেধায়
সকলে দিক্বিদিকে ধায়।

No comments:

Post a Comment