Sunday 21 February 2010

কোথায় ওরা?

কোথায় ওরা?

কোন সে মাযের পানসে লাগে মিষ্টি শিশুর হাসি
কোন বিড়ালে দিন ফুরালে মন করে উদাসী ?

কোন সে হাঁসের বোন সে পাশের বাড়ির নালায় ঘুরে
কোন হনুমান বনেই ঘুমান মাথায় বালিশ মুড়ে ?

কোন কবুতর গরুর গুঁতোর ভয়ে কাটায় কাল
কোন প্রভু তোর মন কভু তোর করেননি নাকাল ?





Friday 19 February 2010

মহৌষধ

মহৌষধ

হয় আপেলের নয় পেয়ারার
রসের সঙ্গে বয় বেয়ারার
চোখের পাপড়ি কয়েক বস্তা,
ধাতুর মধ্যে কেবল দস্তা,

পচিঁশ চামচ পটাশিয়াম
গুনে গুনে আটাশি আম,

মিশিয়ে গিলেন ধন্বন্তরি
জীবন হবে অনন্ত'র-ই।