Sunday 15 November 2009

দেশে দেশে

দেশে-দেশে

কখন কে যে আফ্রিকায়,
শাপলা ফুলের পাপড়ি খায়,
সেটা দেখা নয়তো আমার দায়িত্ব।

হঠাত্ কেন সিঙ্গাপুরে,
মাঝ আকাশে ফিঙ্গা পুড়ে,
জানতে হলে পড় তাদের সাহিত্য।

দিন-দুপুরে খাসী হাতে,
দেশের নেতা রাশীয়াতে,
গড়ায় কেন মাটিতে কী দরকারে?

যারাই গেল তান্জানিয়া,
ব্যস্ত কেন গান্জা নিয়া;
সেটা জানে তমুক দেশের সরকারে।

জামাই কেন জামাইকায়
অন্য লোকের কামাই খায়,
আবার রাগে।

যা’ই বা তুমি করবা চীনে
তা’ই করেছে অর্বাচীনে,
তোমার আগে।

যখন-তখন মায়ানমারে,
সেনার প্রধান বয়ান মারে,
জুজুর ভয়ে কিসব করে গুজুর- গুজুর।

মজার খাবার বতসোয়ানায়,
বাপকে দিয়ে বৎস আনায়,
খাবার এনে বলেন বাবা, ‘এই তো হুজুর’।

No comments:

Post a Comment