Saturday 26 December 2009

নাম

নাম

মনসুর আলির মন সুরেলা
কাশিম আলির কাশি,
রাহাত খানের বা’হাত খানির
টাকায় মূল্য আশি।

মোজাফ্ফরের মোজা পরের
জামাল ভাইয়ের জামা,
বসুনিয়ার গো’ শুনিয়া
শামা রেগেই তামা।

জুলফিকারের জুলফি তারের
আহম্মেদের মেদ,
জাফর-উলের কাপড় উলের
মাজেদ মিয়ার জেদ।

আয়েশআরা দায়সারা
খামোখাই খাটে;
সুতোপায় জুতোপায়
বিছানায় হাটে।

ক্ষণিকের

ক্ষণিকের

তোমায় আমি দিলাম আমার পরাণটি
বুঝিয়া লও চার বছরের গ্যারানটি।

তাহার পরে ধরবে অনেক ব্যারাম ওতে
বাকি জীবন কাটবে তোমার মেরামতে।

Saturday 28 November 2009

দুল

দুল

হারিয়ে গেলো নদীর জলে
ওগো রূপার দুল,
কে গোরু পার করতে গিয়ে
করল এমন ভুল ?


দুলের খোঁজে ডুবুরীরা
খাচ্ছে জলে খাবি,
মোর সে দুলের খবর জানে
মোর্শেদুলের ভাবী।

Saturday 21 November 2009

বাজারের লিস্ট

বাজারের লিস্ট

এই যে ধর ফর্দ মা’র-


পঁচা ইঁদুর নর্দমার,
তেলাপোকার পায়ের আচার,
বন-বেড়ালের ভায়রা চার।

করতে হলে হাইজেনিক
হাল্কা তেলে ভাইজা নিক।

যাবার বেলায় বৌমা ছি,
গিলছ কেন মৌমাছি ?

Thursday 19 November 2009

অর্ধ-মানব

অর্ধ-মানব

ধার করা গোঁফ হাতে
বসে আছে সোফাতে,
টাক মাথা ঢেকে রাখে পরচুলা,

দুটি দাঁত পিতলের
ভাজি খায় চিতলের
রান্নার ঘরে জ্বলে বড় চুলা।

হাত দুটো দস্তার
মোটামুটি সস্তার
খুব বেশী দাম হতো আকরিকে,

চোখে কাঁচ আতশীর
তাতে অবনত শির,
ভয় লাগে গার্ডের চাকুরিকে।

Monday 16 November 2009

আইন

আইন

কোন আইনের কোন ধারাতে
লেখা আছে সন্ধ্যা রাতে

চড়ুই পাখির ডিম আনতে
ছুটলে দেশের সীমান্তে

ঘুরিয়ে পরা চটির জুতো
নিয়মনীতির বহির্ভুত?

Sunday 15 November 2009

দেশে দেশে

দেশে-দেশে

কখন কে যে আফ্রিকায়,
শাপলা ফুলের পাপড়ি খায়,
সেটা দেখা নয়তো আমার দায়িত্ব।

হঠাত্ কেন সিঙ্গাপুরে,
মাঝ আকাশে ফিঙ্গা পুড়ে,
জানতে হলে পড় তাদের সাহিত্য।

দিন-দুপুরে খাসী হাতে,
দেশের নেতা রাশীয়াতে,
গড়ায় কেন মাটিতে কী দরকারে?

যারাই গেল তান্জানিয়া,
ব্যস্ত কেন গান্জা নিয়া;
সেটা জানে তমুক দেশের সরকারে।

জামাই কেন জামাইকায়
অন্য লোকের কামাই খায়,
আবার রাগে।

যা’ই বা তুমি করবা চীনে
তা’ই করেছে অর্বাচীনে,
তোমার আগে।

যখন-তখন মায়ানমারে,
সেনার প্রধান বয়ান মারে,
জুজুর ভয়ে কিসব করে গুজুর- গুজুর।

মজার খাবার বতসোয়ানায়,
বাপকে দিয়ে বৎস আনায়,
খাবার এনে বলেন বাবা, ‘এই তো হুজুর’।